অমরন অনশন; না বাসর রাত!

লিখেছেন লিখেছেন মিষ্টার আলিফ ২৮ মার্চ, ২০১৩, ০৪:০৫:০৬ বিকাল

শাহবাগের আন্দোলনে ব্যর্থ হয়ে নাস্তিক শাহবাগিরা নতুন ধন্ধার উদ্দেশ্যে নাকি নতুন করে অমরন অনশন শুরু ‍দিয়েছে। জামাত-শিবির ‍নিষিদ্ধের দাবিতে নাকি এই আন্দোলন। তবে সবচেয়ে চমক লাগনো খবর হলো আট জন পুরুষের সাথে দুই জন তরুনী। এরা আন্দোলন করছে। এক সাথে প্রতি মুহুর্ত । আমার যদিও অনশন কারিদের সরাসরি দেখা না হলেও তবে একটি স্থীর দৃশ্যের মাধ্যকে দেখলাম কিছু অসামাজিক দৃশ্য। নাকি এটা তাদের জন্য বাসর রাত। যাই হোক আমরা অবশ্য এতে বেদনা হত নই। পুরনো বতলে মদ ডুকিয়ে খাওয়ার মজাই আলাদা। একটা ধান্ধা ফিকির বের করে শুসীল (!) দেরকে চমকে দিয়ে অসভ্যতায় গা ভাসিয়ে মজা লুটছে। আরেকটি মজার খবর হলো শাহবাগিরা এখন থেকে কয়েক গ্রুপে ভাগ হয়ে আন্দোলন করবে। আমরাও তাদের তথা কথিত আন্দোল দেখার জন্য পাটাতনে বসে অপেক্ষা করছি।

বিষয়: বিবিধ

১৫৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File